শুরু হলো বার্জার পেইন্টস্ বাংলাদেশ আয়োজিত ২৯তম বার্জার নবীন শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা ২০২৪।এই প্রতিযোগিতায় অংশ নিতে শীঘ্রই আপনার আঁকা ছবি আমাদের পাঠিয়ে দিন!
চিত্রকর্মের মাধ্যম: তেলরঙ, অ্যাক্রিলিক, জলরঙ, অঙ্কন, রেখাচিত্র, ছাপচিত্র এবং মিশ্রমাধ্যম
চিত্রকর্মের মাপ: ২৪x২৪ ইঞ্চি
ছবি পাঠানোর শেষ সময়: ২০ আগস্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৪
ছবি পাঠানোর ঠিকানা: [email protected]
যেকোনো তথ্যের জন্য: +৮৮০১৯৭৭৮১৬৬৩৮
প্রতিযোগিতার নিয়মাবলি:
* প্রতিযোগীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
* প্রতিযোগীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রকৃত বয়স যাচাইয়ের জন্য এসএসসি সার্টিফিকেটের কপি অথবা প্রকৃত বয়সের সার্টিফিকেট অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করে চিত্রকর্মের সঙ্গে জমা দিতে হবে।
* প্রাথমিক পর্যায়ে মূল চিত্রকর্মের একটি ফটোগ্রাফ ন্যূনতম ২০০০x২০০০ পিক্সেল সাইজে তুলে সফট কপিটি ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।
* ইমেইলে অবশ্যই প্রতিযোগীর নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।
* একজন প্রতিযোগী সর্বোচ্চ ৫টি চিত্রকর্মের ছবি পাঠাতে পারবেন।
* সম্মানিত জুরি কমিটি কর্তৃক প্রথম ধাপে ৪০টি ছবি বাছাই করা হবে এবং ছবির শিল্পীদের SMS বা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
* বাছাইকৃত ৪০টি ছবির মূল চিত্রকর্ম জমা দিতে হবে।
* প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে মূল ছবির পেছনে নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা এবং ফোন নম্বর সঠিকভাবে লিখতে হবে।
* প্রাথমিকভাবে নির্বাচিত ৪০টি চিত্রকর্ম থেকে জুরি কমিটির রায়ের ভিত্তিতে ১০টি চিত্রকর্ম বাছাই করা হবে এবং সংশ্লিষ্ট শিল্পীদেরকে তাদের বিভিন্ন সময়ে যেকোনো মাধ্যমে আঁকা ১০টি চিত্রকর্মের 5R Portfolio পাঠাতে হবে।
-কোটিংস টুডে ডেস্ক