বাংলাদেশ পরিবেশ মেলা ২০২২-এ বার্জার পেইন্টস

0

ONLY ONE WORLD

“একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” প্রতিবাদ্য নিয়ে শুরু হয়েছে বাংলাদেশ পরিবেশ মেলা  ২০২২। বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন। চলবে ৫ জুন থেকে ১১ জুন ২০২২ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৮ টা পর্যন্ত। পুরাতন বাণিজ্য মেলা মাঠে, আগারগাঁও, ঢাকায়।

 

বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন যারা পরিবেশ ও প্রতিবেশের প্রতি যত্নশীল তারা বিভিন্ন উপকরন, উপাদান এবং বিবেচ্য বিষয় প্রদর্শন করছে। আগ্রহী দর্শকদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি।

এই প্রথমবারের মত পেইন্ট শিল্প থেকে একমাত্র বার্জার পেইন্টস বাংলাদেশও তাদের উৎপাদন ব্যবস্থা, পণ্য ও সেবায় পরিবেশ ও প্রতিবেশের বিভিন্ন দিক তুলে ধরেছে।

পরিবেশ মেলা ২০২২-এ বার্জার পেইন্টস স্টল
পরিবেশ মেলা ২০২২-এ বার্জার পেইন্টস-এর স্টল

 

 

#ONLY ONE WORLD #একটাই পৃথিবী #পরিবেশ মেলা ২০২২

 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *