বার্জার পেইন্টস বাংলাদেশ “মোস্ট ভ্যাট কমপ্লায়ান্ট” কোম্পানী

বার্জার পেইন্টস চিফ ফাইনান্স অফিসার সাজ্জাদ রহিম চৌধুরী-কে পুরস্কার গ্রহন করতে দেখা যাচ্ছে।

কোটিংসটুডে ডেস্কঃ
সম্প্রতি বাংলাদেশ রাজস্ব বোর্ড (NBR) ‘ভ্যাট (VAT) সপ্তাহ’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশ-কে ২০২০-২১ অর্থ বছেরের “মোস্ট ভ্যাট কমপ্লায়ান্ট” কোম্পানী হিসেবে পুরস্কৃত করেছে।
বার্জার পেইন্টস-এর পক্ষ থেকে পরিচালক ও চিফ ফাইনান্স অফিসার সাজ্জাদ রহিম চৌধুরী এ পুরস্কার গ্রহন করেন। এ সময় বার্জার পেইন্টস-এর ভ্যাট অপারেশনের প্রধান আব্দুস সবুর খান উপস্থিত ছিলেন।