বাংলাদেশে সকল পেইন্টের দাম বৃদ্ধি

কোটিংসটুডে ডেস্কঃ বিশ্বজুড়ে চলমান কোভিড-১৯ মহামারীতে সবার জীবন-যাত্রা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও পরিবেশের উপর এর বিরূপ প্রভাব পড়েছে।
করোনা ভাইরাসের প্রভাবে সম্প্রতি বিশ্ববাজারে পেইন্টের জন্য প্রয়োজনীয় কাঁচামালের ঘাটতি দেখা দিয়েছে। ফলশ্রুতিতে, অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কাঁচামালের দামও। পাশাপাশি, কাঁচামাল পরিবহনের খরচও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে পরিবহন সংকটে। এসবের বিরূপ সংমিশ্রনে পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি, রঙ-এর দাম বৃদ্ধি সংক্রান্ত এই সিদ্ধান্ত বাংলাদেশ পেইন্ট ম্যানুফেকচারার্স এসোসিয়েশনের (BPMA) অন্তর্ভূক্ত সকল পেইন্ট কোম্পানি কার্যকর করেছে। গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিভিন্ন কোম্পানী নিজেদের মত করে তা কার্যকর করে। বাজারে বিভিন্ন কোম্পানির পেইন্টের দাম যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে।