মহসিন হাবীব চৌধুরী বার্জার পেইন্টস-এর সিওও

0

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড

মহসিন হাবীব চৌধুরী – ফাইল ছবি

 

সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশের ‘চিফ অপারেটিং অফিসার’- সিওও হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন হাবীব চৌধুরী। আগামী ১লা এপ্রিল ২০২৩ থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি বর্তমানে বার্জার পেইন্টস বাংলাদেশের ‘চিফ সেলস এন্ড মার্কেটিং অফিসার’ হিসেবে কর্মরত। দীর্ঘ ২৮ বছর ধরে তিনি বার্জার পেইন্টস বাংলাদেশের মার্কেটিং এবং সেলস-এর বিভিন্ন ফাংশনে কাজ করছেন।

‘চিফ অপারেটিং অফিসার’- সিওও হিসেবে মহসিন হাবীব চৌধুরী সেলস, মার্কেটিং, রিসার্চ এন্ড ডেভেলপম্যান্ট, ঢাকা এবং চট্টগ্রাম ফ্যাক্টরী, বিজনেস প্রসেস, রিস্ক এন্ড কমপ্লায়েন্স, ইনফরমেশন টেকনোলজি ডিপার্টম্যান্ট গুলোকে নেতৃত্ব দেবেন। বর্তমান ম্যানেজিং ডিরেক্টর  রূপালী চৌধুরী এইচআর এডমিন এবং সাবসিডিয়ারী জয়েন্টভেঞ্চার কোম্পানীগুলো যেমন, জেনসন নিকলসন বাংলাদেশ, বার্জার টেক-কন্সালটেন্সি, বার্জার বেকার বাংলাদেশ, বার্জার ফসরক লিমিটেড ইত্যাদির নেতৃত্ব দেয়া চালিয়ে যাবেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *