“তাহসান খান” কানসাই নেরোল্যাক পেইন্টস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার

Team Kansai Nerolac with Tahsan Khan

কোটিংসটুডে ডেস্কঃ সম্প্রতি (গত জুন ২৭, ২০২১) দেশের অন্যতম শীর্ষস্থানীয় পেইন্ট কোম্পানী কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রখ্যাত অভিনেতা – গায়ক “তাহসান খান”-এর সাথে চুক্তি সম্পাদন করেছে।
সম্পাদিত এ চুক্তির মাধ্যমে তাহসান খান পরবর্তী ২ বছরের জন্য কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ হিসেবে বিভিন্ন প্রচারনামূলক কর্মকান্ডে অংশগ্রহনমূলক কাজ করবেন।
উল্লেখ্য, ক্রিকেটার তামিম ইকবাল খানও কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার।