“তাহসান খান” কানসাই নেরোল্যাক পেইন্টস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার

0

Team Kansai Nerolac with Tahsan Khan

“তাহসান খান” কানসাই নেরোল্যাক পেইন্টস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তি সম্পাদন করেন

কোটিংসটুডে ডেস্কঃ সম্প্রতি (গত জুন ২৭, ২০২১) দেশের অন্যতম শীর্ষস্থানীয় পেইন্ট কোম্পানী কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রখ্যাত অভিনেতা – গায়ক “তাহসান খান”-এর সাথে চুক্তি সম্পাদন করেছে।

সম্পাদিত এ চুক্তির মাধ্যমে তাহসান খান পরবর্তী ২ বছরের জন্য কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডার’ হিসেবে বিভিন্ন প্রচারনামূলক কর্মকান্ডে অংশগ্রহনমূলক কাজ করবেন।

উল্লেখ্য, ক্রিকেটার তামিম ইকবাল খানও কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *