কানসাই নেরোল্যাক পেইন্টস্ বাংলাদেশে যাত্রা শুরু করলো

0

Top Officials of Kansai Nerolac Paints Bangladesh in the launching ceremony

উদ্ধোধনী অনুষ্ঠানে ক্রিকেটার তামিম ইকবালের সাথে কানসাই নেরোল্যাক পেইন্টস্ বাংলাদেশের কর্তৃপক্ষ

 

জানুয়ারী ৬, ২০২০ঃ জাপানের শীর্ষস্থানীয় রং কোম্পানি কানসাই পেইন্টস্ এর সহযোগী প্রতিষ্ঠান কানসাই নেরোল্যাক পেইন্টস্ বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এই বিষয়ে একটি উদ্বোধনী প্রেস সভা আইসিসি-বি, বসুন্ধরা সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী প্রেস সভায় উপস্থিত ছিলেন কানসাই নেরোল্যাক পেইন্টস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হারিচন্দ্র ভারুকা, এক্সিকিউটিভ ডিরেক্টর অনুজ জেইন, চিফ এক্সিকিউটিভ অফিসার ভিশাল মোথরেজা সহ প্রতিষ্ঠানের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

 

কানসাই নেরোল্যাক পেইন্টস্ কয়েল কোটিং, পাউডার কোটিং, অটোমটিভ কোটিং, মেরিন কোটিং, প্রটেকটিভ কোটিং এর সম্পূর্ণ সেট বাংলাদেশে চালু করতে যাচ্ছে। এগুলি স্থানীয় বাজারে কর্মসংস্থান এবং উৎপাদন দক্ষতা বাড়বে, পাশাপাশি বাংলাদেশের মানুষ  উপকৃত হবে। গ্রাহক ক্রয় ক্ষমতার উপর নির্ভর  করে তাদের বিভিন্ন পণ্য আছে, গ্রাহকরা তাদের সুবিধা অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারবে।

 

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকিটার তামিম ইকবাল হলেন কানসাই নেরোল্যাক পেইন্টস্ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সোমবার জমকালো অনুষ্ঠান এর মধ্য দিয়ে তাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

কানসাই পেইন্ট জাপানের ১০০ বছরের পুরনো সবচেয়ে বড় এবং এক নাম্বার পেইন্ট কোম্পানি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার ৮০টি দেশে কানসাই পেইন্ট পরিচালিত হচ্ছে। কানসাই নেরোল্যাক পেইন্টস কম ভিওসির পেইন্ট, সীসা মুক্ত এবং এইচ.ডি প্রযুক্তির রং এর অগ্রদুত এবং প্রবর্তক ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *