বার্জার ফসরক নিয়ে এলো ‘লকফিক্স ই-সিরিজ’

বার্জার পেইন্টস বাংলাদেশ এবং বিশ্বের শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন কেমিক্যাল কোম্পানি ফসরক-এর যৌথ-উদ্যোগের কোম্পানী ‘বার্জার ফসরক বাংলাদেশ লিমিটেড’ নিয়ে এলো নতুন পণ্য ‘লকফিক্স ই – সিরিজ’। এই লকফিক্স ই-সিরিজে রয়েছে তিনটি পন্য ‘ই৩৫, ই৫৫ ও ই৭৫।
গত ৭ মার্চ ২০২০ শনিবার রাজধানীর এক হোটেলে এ নতুন পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বার্জার পেইন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী বলেন “আমরা কনস্ট্রাকশন কেমিক্যাল নিয়ে অনেকদিন ধরে কাজ করে আসছি। যে কোনো বিল্ডিং তৈরিতে কনস্ট্রাকশন কেমিক্যালের দরকার রয়েছে। কনজুমারদের মধ্যে যে নলেজ গ্যাপ রয়েছে তা দূর হবে, আর আমাদের এবং ফসরকের মধ্যে মেলবন্ধন আরো শক্তিশালী ও দৃঢ হবে বলে আশা করি। আমরা সব সময় নতুন নতুন প্রডাক্ট নিয়ে আসার চেষ্টা করি।“
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস-এর সিনিয়র জেনারেল ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং মহসিন হাবিব চৌধুরী। ফসরক – এর জেনারেল ম্যানেজার সঞ্জিব দত্ত। বার্জার ফসরক লিমিটেডের সেলস হেড গালিব মোহাম্মদ প্রমূখ।