কভিড-১৯: রংশিল্পীদের সহায়তায় নেরোল্যাক পেইন্টস

কানসাই নেরোল্যাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে তাদের সাথে সংযুক্ত পেইন্টার/রংশিল্পীদের আর্থিক ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ‘করোনা ভাইরাসের মতো বৈশ্বিক মহামারীতে বাংলাদেশও আক্রান্ত। এই দুর্যোগে প্রতিদিন চাহিদা মেটানোর জন্য কানসাই নেরোল্যাক পেইন্টস এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ তাদের অ্যাকাউন্টে পৌছে দেওয়া হচ্ছে।
কোম্পানির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে আশ্বাস দিয়ে বলা হয়, ”এই মহামারীতে আমরা পেইন্টার ভাইদের পাশে আছি এবং থাকবো।”
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬শে মার্চ থেকে ৪ঠা এপ্রিল পর্যন্ত সাধারন ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে ১১ই এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ই এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫শে এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। তারপর পঞ্চমবারের মত ৫ই মে পর্যন্ত সাধারন ছুটি বাড়ানো হয়েছিল। সবর্শেষ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এখন ১৬ এপ্রিল পর্যন্ত সাধারন ছুটি বাড়ানো হয়েছে।