হোম ডেকর থেকে রূপান্তুরিত বার্জার এক্সপেরিয়েন্স জোনে নিশ্চিৎ হবে উন্নত গ্রাহকসেবা

0
হোম ডেকর থেকে রূপান্তুরিত বার্জার এক্সপেরিয়েন্স জোনে নিশ্চিৎ হবে উন্নত গ্রাহকসেবা

 

হোম ডেকর থেকে রূপান্তুরিত বার্জার এক্সপেরিয়েন্স জোনে নিশ্চিৎ হবে উন্নত গ্রাহকসেবা

ঢাকা, ১৩ জানুয়ারি ২০২০: গ্রাহকদের আরো উন্নত ও মিথষ্ক্রিয় গ্রাহকসেবা নিশ্চিৎ করতে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের সমস্ত ‘বার্জার হোম ডেকর’ নতুন উদ্যোমে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’ হিসেবে রূপান্তর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল)।

নয়নাভিরাম সৌন্দর্যের বিভিন্ন ডিজাইন সংক্রান্ত সেবা পাওয়া যাবে এই এক্সপেরিয়েন্স জোন থেকে। একদল দক্ষ ও প্রশিক্ষনপ্রাপ্ত সুনিপুণ কর্মীর মাধ্যমে সঠিক সেবা নিশ্চিত করতে এক্সপেরিয়েন্স জোন দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি, সেরা গ্রাহকসেবা নিশ্চিৎ করতে অটোমেটিক পেইন্টিং মেশিনের মাধ্যমে ও প্রশিক্ষণপ্রাপ্ত রং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রং সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পাওয়া যাবে এই এক্সপেরিয়েন্স জোনগুলোতে।

এছাড়া স্বল্প সময়ের মধ্যে নিজেদের পছন্দের রং সত্যিকার অর্থে কেমন হতে পারে তার বাস্তব অভিজ্ঞতার জন্য ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গ্রাহকদের দেখানোর ব্যবস্থা থাকছে এক্সপেরিয়েন্স জোনে। ভার্চুয়াল রিয়েলিটির পাশাপাশি শীঘ্রই বার্জার চালু করছে মিক্সড রিয়েলিটি (এমআর), যা এমন এক ব্যবস্থা যেখানে ভার্চুয়াল স্পেসে বাছাই করে গ্রাহকরা নিজেদের বাড়ির জন্য সঠিক রং বেছে নিতে পারবেন।

মো: হাসানুজ্জামান, হেড অফ প্রজেক্টস, প্রলিংকস এন্ড এক্সপেরিয়েন্স জোন বলেন, “রং করা একটি শিল্প এবং এটি সুক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজন তীক্ষ্ণ দৃষ্টির। সামান্য একটি পরিবর্তন মানুষের বাসস্থান এবং কাজের জায়গার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। আর এই পরিবর্তন মানুষের মনোজগতেও প্রভাব ফেলে। তাই দেশের শীর্ষস্থানীয় পেইন্টস ব্র্যান্ড হিসেবে আমরা সম্মানিত গ্রাহকদের কথা ভেবেই আমাদের সব হোম ডেকরগুলো এক্সপেরিয়েন্স জোনে রূপান্তর করেছি যাতে তারা ভাল মানের সেবা পেতে পারেন।

 

 

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *