বার্জার পেইন্টস ২৯৫% নগদ লভ্যাংশ দিয়েছে

0

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড

কোটিংস্টুডে ডেস্কঃ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারন সভা (এজিএম) ২৮শে জুলাই ২০২০ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

47th AGM of Berger Paints in virtual platform

উক্ত সভায় ২০১৯-২০ অর্থ বছরের জন্য ২৯৫ শতাংশ নগদ ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে। অর্থাৎ প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ২৯ টাকা ৯৫ পয়সা লভ্যাংশ হিসেবে দেয়া হবে।

চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বার্জার পেইন্টসের নিট মুনাফা বৃদ্ধি ছিল ১৬.৭২ শতাংশ এবং বিক্রয় বৃদ্ধি ছিল ৬.১৩ শতাংশ।

বার্জার পেইন্টসের বিক্রয় প্রবৃদ্ধি এবং মোট মুনাফার তুলনামূলক চিত্রঃ

বার্জার পেইন্টসের মোট বিক্রয়ের বিপরীতে লাভের তুলনামূলক চিত্র

বার্জার পেইন্টসের মোট বিক্রয়ের বিপরীতে মোট মুনাফার তুলনামূলক চিত্র

পেইন্ট ইন্ডাস্ট্রিতে একমাত্র লিস্টেড কোম্পানী বার্জার পেইন্টস-এর  ৪৭তম এজিএম-এ সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *