সাধারন মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করেছে বার্জার পেইন্টস

Hand wash basin by Berger

ঢাকা শহরের বিভিন্ন স্থানে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড স্থাপন করেছে হাত ধোয়ার বেসিন। সাধারন মানুষের হাত-ধোয়ার সুবিধার জন্য প্রতিটি বেসিনে রয়েছে পানি সরবরাহের ব্যবস্থা ও সাবান।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ঢাকা শহরের বিভিন্ন জনবহুল স্থানে এসব হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে। এসব বেসিনে পানি এবং সাবানের ব্যবস্থা রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান করোনা পরিস্থিতির মোকাবেলায় বিভিন্ন বহুজাতিক কোম্পানির মতো বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড জনগণের জন্য বাড়িয়ে দিয়েছে সহযোগিতার হাত।
বার্জার পেইন্টস বাংলাদেশের সাথে বর্তমানে ৩ হাজার ৫০০ এর বেশি ডিলার এবং ২০ হাজারের বেশি পেইন্টার সংযুক্ত আছেন। করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে বার্জার পেইন্টস তাদের সাথে সংযুক্ত পেইন্টারদের পাশে দাঁড়িয়েছে এবং আর্থিক সহায়তা দিচ্ছে।
বার্জার পেইন্টস উত্তরা, দক্ষিনখান, আজমপুর, কাওরান বাজার সহ বেশ কিছু এলাকায় হাত ধোয়ার বেসিন বসিয়েছে।