করোনা প্রতিরোধে ঢাকায় হাত ধোয়ার ব্যবস্থা করেছে এশিয়ান পেইন্টস

0

ঢাকা শহরের বিভিন্ন স্থানে এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড স্থাপন করেছে হাত ধোয়ার বেসিন। প্রতিটি বেসিনে রয়েছে পানি সরবরাহের ব্যবস্থা ও সাবান।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ঢাকা শহরের বিভিন্ন জনবহুল স্থানে এসব হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান করোনা পরিস্থিতির মোকাবেলায় বিভিন্ন বহুজাতিক কোম্পানির মতো এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড জনগণের জন্য বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত।
এশিয়ান পেইন্টস বাংলাদেশের সাথে বর্তমানে ১ হাজার ৫০০ এর বেশি ডিলার এবং ১০ হাজারের বেশি পেইন্টার সংযুক্ত আছেন। করোনার এই দুর্যোগময় পরিস্থিতিতে এশিয়ান পেইন্টস তাদের সাথে সংযুক্ত পেইন্টারদের পাশে দাঁড়িয়েছে এবং আর্থিক সহায়তা দিচ্ছে।
এশিয়ান পেইন্টস মিরপুর ১১, ১২, মোহাম্মদপুর থানা, বাসাবো, বনশ্রী, উত্তরা ও আরও বেশ কিছু এলাকায় হাত ধোয়ার বেসিন বসিয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *